‘সর্বজনীন পেনশন স্কিম’ নিয়ে প্রশাসনের নানা উদ্যোগ

11
‘সর্বজনীন পেনশন স্কিম’ নিয়ে প্রশাসনের নানা উদ্যোগ

নারায়ণগঞ্জ সমাচার:

প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী সকল নাগরিকের আর্থিক সুরক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে ব্যাপক উদ্যোগ গ্রহন করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের নেতৃত্বে জেলার ৪৯ টি ইউনিয়ন, ৫টি পৌরসভা, ৫টি উপজেলা, ১টি সিটি কর্পোরেশন ও ৫টি সংসদীয় আসনের জনপ্রতিনিধি, সরকারী-আধা সরকারী কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকসহ সকল শ্রেণী পেশার মানুষকে এই পেনশন স্কিমের আওতায় আনতে ব্যাপক কর্মতৎপরতা চালাচ্ছে জেলা প্রশাসন।

এরই ধারাবাহিকতায় আগামী শনিবার নারায়ণগঞ্জের সাংবাদিকদেরকে এই স্কিমের আওতায় যুক্ত করার লক্ষ্যে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে অবহিতকরণ সভার আয়োজন করেছে জেলা প্রশাসন। ঐ সভায় সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক।

এ বিষয়ে জেলা প্রশাসক বলেন, ‘সার্বজনীন পেনশন স্কিম’ প্রত্যেক নাগরিকের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করবে। এটি বাস্তবায়নে জেলার বিভিন্ন এলাকায় সকল শ্রেণি পেশার ব্যক্তিদের নিয়ে সচেনতা মুলক সভা, সেমিনার, লিফলেট বিতরনসহ বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন ও উদ্বুদ্ধকরণ বিষয়ে সাংবাদিকদের সাথে এক সভার আয়োজন করা হয়েছে। যেখানে এই স্কিমের আর্থিক সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

এদিকে, পেনশন স্কিমের বিষয়ে জেলা প্রশাসনের তৎপরতায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। যার কারণে পেনশন স্কিমে যুক্ত হওয়ার ক্ষেত্রে সমগ্র দেশের মধ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা ইতিমধ্যেই প্রথম স্থান অর্জন করেছে। জেলা প্রশাসনের আগ্রহ ও তৎপরতার কারণে অতি শীঘ্রই নারায়ণগঞ্জ জেলা দেশের মধ্যে জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করবে বলে আশা ব্যক্ত করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এই স্কিমের আওতায় সকলকে অর্ন্তভুক্ত করার লক্ষ্যে ইতিমধ্যেই বেশ কয়েকটি স্থানে অবহিতকরণ সভা করেছে প্রশাসন। যেখানে সকল শ্রেণী-পেশার মানুষকে এই স্কিমের সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করেছেন জেলা প্রশাসক ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সর্বশেষ গত বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষদের নিয়ে মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক। পরে নারায়ণগঞ্জ সদর উপজেলা ভুমি অফিসেও এক সভার আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাব সভাপতি আরিফ আলম দিপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম, বক্তাবলী ইউপি চেয়ারম্যান শওকত আলীসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।