না.গঞ্জে আবারও ডাকাত সন্দেহে গণপিটুনি, আহত ৪

6
না.গঞ্জে আবারও ডাকাত সন্দেহে গণপিটুনি, আহত ৪

নারায়ণগঞ্জ সমাচার:

মাইকে ঘোষণা দিয়ে ডাকাত সন্দেহে ৪ জনকে পিটিয়ে হত্যার রেশ কাটতে না কাটতে নারায়ণগঞ্জে আবারও ডাকাত সন্দেহে চারজনকে গণপিটুনিতে আহত করার ঘটনা ঘটেছে। সদর উপজেলার গোগনগর এলাকায় শুক্রবার (২২ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন নারায়ণগঞ্জ শহরের জল্লারপাড়া মসজিদ গলির রবিন গাজী (২৬), শহীদনগর এলাকার মেম্বার গলির মহিউদ্দিন (২৮), গোপচর এলাকার অনিক হাসান (২৮) ও বন্দর উপজেলার নয়ন মিয়া (৩২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে গোগনগর এলাকায় চার যুবককে সন্দেহভাজন ব্যক্তি মনে হলে তাদের আটক করেন এলাকাবাসী। এ সময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেন। পরে ৯৯৯ এ কল দেওয়া হলে পুলিশের একটি দল গিয়ে পরিস্থিতি শান্ত করে। আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ২০০ শয্যা (ভিক্টোরিয়া) হাসপাতালে নেয়া হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তাদের গ্রামবাসী ডাকাত সন্দেহে গণপিটুনি দিয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এ কর্মকর্তা।

এর আগে গত ১৭ মার্চ রাতে সোনারগাঁয়ের বাঘারী গ্রামে ডাকাত সন্দেহে মসজিদের মাইকে ঘোষণা দিলে গ্রামবাসীর গণপিটুনিতে চারজন নিহত হন।