নারায়ণগঞ্জে অধিগ্রহণকৃত এল এ চেক বিতরণ করলেন জেলা প্রশাসক

9
নারায়ণগঞ্জে অধিগ্রহণকৃত এল এ চেক বিতরণ করলেন জেলা প্রশাসক

নারায়ণগঞ্জ সমাচার:

সরকার বাংলাদেশের বিভিন্ন স্থানে অধিগ্রহনের মাধ্যমে জমি ক্রয় করে উন্নয়নমূলক কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। নারায়ণগঞ্জ জেলাও তার ব্যতিক্রম নয়, দেশের সঙ্গে তাল মিলিয়ে নারায়ণগঞ্জেও উন্নয়নের জোয়ার বইছে। তারই ধারাবাহিকতায় উন্নয়নমূলক কাজের জন্য তিনগুন টাকা বেশি দিয়ে জমি অধিগ্রহন করেছে সরকার।

এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ক্ষতিপূরণের এল এ চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। নারায়ণগঞ্জের ভূমি অধিগ্রহণ শাখার বিভিন্ন এল. এ মামলায় আড়াইহাজার, লাঙ্গলবন্দ ও ওয়াসার প্রকল্পের ৮ জন ক্ষতিগ্রস্ত ভূমি মালিকের মাঝে মোট ৬ কোটি ১১ লক্ষ ৭২ লক্ষ ৯ শত ৬০ টাকার ক্ষতিপুরণের চেক বিতরণ করা হয়।

চেক প্রাপ্তরা হলেন মো: মনির হোসেন ১ কোটি ৩৬ লক্ষ ২৩ হাজার ৬ শত ২০ টাকা, শেখ মো: বাবুল ১ কোটি ৩৬ লক্ষা ৯ শত ১৫ টাকা, রত্না বেগম ৮ লাখ ৪১ হাজার ৯৮৬ টাকা, মো: সুরুজ মিয়া ১ কোটি ৭ লক্ষ ৭ হাজার ৪৭ টাকা, মো: তোফাজ্জল হোসেন ১ কোটি ৯৮ লক্ষ ১০ হাজার ৩ শত ৭৭ টাকা এবং ২০ লাখ ৭১ হাজার ৪৪৮ টাকা, জামাল উদ্দিন ৮ হাজার ২৯৩ টাকা, আজিম উদ্দিন ৫ লাখ ০৯ হাজার ২৭১ টাকা।

অধিগ্রহণকৃত চেক বিতরণের সময় জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, সরকার আপনাদের জমি তিনগুণ টাকা বেশি দিয়ে কিনে নিচ্ছে। আপনাদের এই জমির টাকা নিতে কোনো প্রকার দালাল ধরা লাগছে না, বরং জেলা প্রশাসক নিজেই টাকা পরিশোধ করে যাচ্ছে এবং আরো কোনো সাহায্য সহযোগীতা লাগলে সেটাও করা হবে। তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন সেবা প্রার্থী মানুষের জন্য সহজ সেবা সমূহ নিশ্চিত করতে বদ্ধপরিকর।

যে সকল ব্যক্তিদের জমি অধিগ্রহণ হয়েছে তারা বলেন, সরকার বাজার মূল্যে আমাদের জমিতে তিনগুণ টাকা বেশি দিয়েছে, আমরা অন্যত্রে জায়গা কিনে বাড়ি করে নিতে পারবো, সব মিলিয়ে আমরা খুশী।